বগুড়ার শাজাহানপুরে বালতির পানিতে ডুবে রশনি আকতার নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার গোহাইল ইউনিয়নের রুপীহার গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুটি রুপিহার গ্রামের এমদাদুল হকের মেয়ে।
প্রতিবেশীরা জানান, শিশুটির বাবা এমদাদুল হক একজন কৃষক। প্রতিদিনের ন্যায় সকালে বাবা এমদাদুল কৃষি কাজের জন্য মাঠে চলে যান। মা তানিয়া বেগম তার চার বছরের মেয়ে মিতু ও শিশু রশনীকে নিয়ে বাড়িতেই ছিলেন। বাড়ির উঠানে দুই মেয়ে খেলা করছিল। মা তানিয়া বেগম সংসারের কাজে ব্যস্ত ছিলেন। দুপুরে শিশু রশনীকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকেন। একপর্যায়ে বাথরুমের ভিতর বালতির পানির মধ্যে শিশু রশনীকে পরে থাকতে দেখে চিৎকার দেয়। পরে মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।
শিশু রশনীর চাচা আব্দুস সাত্তার জানান, দেড় বছরের শিশুটি কেবল হামাগুড়ি দিতে শিখেছে। হামাগুড়ি দিয়ে বাতরুমে গিয়ে বালতির মধ্যে পড়ে গিয়ে থাকতে পারে বলে জানান তিনি।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে দেয়া হয়েছে। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম