মুন্সিগঞ্জে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের আলাইপুরস্থ অস্থায়ী কার্যালয়ে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, নাটোর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সানোয়ার হোসেন তুষার, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিসসহ নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, সরকার পুলিশের বন্দুকের নলের উপর দাড়িয়ে ক্ষমতায় থাকতে চায়। তাই তারা লাশের রাজনীতি শুরু করেছে। দ্রুত নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দেওয়ার দাবি জানান তারা। তা না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারি দেন বক্তারা।
বিডি প্রতিদিন/আবু জাফর