গাজীপুরের কাপাসিয়ার বারিষাব ইউনিয়নের গিয়াসপুর গ্রামে আনারস কাটতে গিয়ে মোসা: তাসমিন (২৮) নামে এক গৃহিনীর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মো. আশরাফুল আলমের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, গৃহবধূ তাসমিন ৪/৫ দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে তিনি ছেলে আব্দুল্লাহ আল তামিমের (৫) জন্য আনারস কাটতে গিয়ে অসাবধানতাবশত ধারালো বটির উপর পড়ে যান। এসময় তার গলার অনেকাংশ বটির আঘাতে কেটে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তখন তার ছেলের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে মৃত দেখতে পান।
কাপাসিয়া থানার ওসি এ এফ এম নাসিম জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় বিষয়টি থানায় ডায়েরিভুক্ত করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম