দ্রব্যমূল্যের দাম কমনোর দাবিতে ভাঙ্গায় কমিউনিস্ট পার্টির উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিলটি ভাঙ্গা উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের আগে ভাঙ্গা মহিলা কলেজ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভাঙ্গা উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আতাউর রহমান কালুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ আল কাফি রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুজ্জামান লায়েক, সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র শীল, ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুধিন কুমার সরকার, ভাঙ্গা উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত মোল্লা প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন