৬ অক্টোবর, ২০২২ ১৯:২১

নালিতাবাড়ীতে সৌন্দর্যবর্ধন সড়কের দু’পাশে ফুলের চারা রোপণ

নালিতাবাড়ী প্রতিনিধি

নালিতাবাড়ীতে সৌন্দর্যবর্ধন সড়কের দু’পাশে ফুলের চারা রোপণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের উদ্যোগে সড়কে সৌন্দর্যবর্ধনে ৬৬ প্রজাতির প্রায় তিন হাজার বাহারি ফুলের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকালে ইউএনও হেলেনা পারভীন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান এই কর্মসূচির উদ্বোধন করেন।

উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী ইউনিয়নের নিচপাড়া ভোগাইনদীর পাড়ে গত বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু পার্ক করা হয়। চলতি বছর পার্কটির চারদিকে নেটের বেড়া দিয়ে আরসিসি পিলারে লাইটিং করা হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু বলেন, মনোরম এবং সুন্দর পরিবেশ করার জন্য বগুড়া থেকে এই ফুলের চারা আনা হয়েছে। এলাকাটিতে পার্ক, নদী, রাস্তা ও খাল হওয়ায় এই জায়গায় সুন্দর পরিবেশ তৈরির চেষ্টা করছি। পার্কের ভেতর একটি পাঠাগার করার চিন্তা আছে বলেও জানান তিনি।

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর