নাটোর সদর উপজেলার সিংগারদহ পশ্চিম পাড়া এলাকায় মসজিদ কমিটির দ্বন্দ্বে ইমাম ও খতিবকে মারধরের ঘটনায় উভয়পক্ষ মামলা করেছে। মামলার পর উভয়পক্ষের পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন ওই গ্রামের তালহা, আসাদুল, সোহেল, উজ্জ্বল ও শরিফুল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ ও মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এসআই সাজ্জাদ হোসেন রবিবার (৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। এসআই সাজ্জাদ হোসেন জানান, ওই ইমাম-খতিব পক্ষে মামলা দায়ের করেন ইমাম আব্দুল জব্বার। আর প্রতিপক্ষের মামলা করেন সাবিহা। ওই উভয় মামলায় শনিবার রাতে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার তাদের আদালতে চালান দেওয়া হয়।
খতিব হুজাইফার বাবা নিয়াজ খাঁন জানান, হুজাইফা এখনো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন। শনিবার তার সিটিস্ক্যান করা হয়েছে। রবিবার দুপুরের দিকে ওই রিপোর্ট দেখবেন ডাক্তার।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, তারা মামলায় যাদের আসামি করেছেন তাদের গ্রেপ্তার করা হয়নি। কিন্তু বাঁচার জন্য প্রতিপক্ষ তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করেছে ওই মামলায়, তাদের পক্ষের তালহা ও আসাদুলকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ওসি নাছিম আহম্মেদ জানান, উভয় মামলার সব আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
বিডি প্রতিদিন/ফারজানা