বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জাহাঁগিরিয়া শাহ্সুফী মমতাজিয়া ট্রাস্ট বরিশাল মহানগর কমিটির ব্যানারে রবিবার সকাল ১০টায় নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠী এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সাগরদী বাজার ও রূপাতলী বাস টার্মিনাল প্রদক্ষিন শেষে দপদপিয়া আরজ আলী খাঁন কমপ্লেক্স চত্ত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক আলোচনা সভা এবং দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। সভায় আঞ্জুমান-এ-জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া ট্রাস্টের প্রধান সমন্বয়ক মো. গোলাম রাব্বী আখি, পীরজাদা শেখ ফরিদ উদ্দিন আহমেদ, ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, আমির হোসেন মিঠু, মো. শহীদ খান, কবির শিকদার, সাঈদ চৌধুরী, আবু তালেব তুহিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সভার শেষ পর্যায়ে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এএম