পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুর ১২টায় মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে বিশ্বনাথ আলিয়া মাদরাসা মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহর মহাসচিব হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, আল-ইসলাহ উপজেলা সভাপতি ও পৌরসভার মেয়র প্রার্থী তালুকদার ফয়জুল ইসলাম প্রমূখ। পরে বিকেল ২টায় সেখান থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের বিশ্বনাথ আলিয়া মাদরাসায় গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/এএ