নোয়াখালীর চাটখিলে পবত্রি ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় চেতনা ও মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
রবিবার দুপুরে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবিরের উদ্যোগে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এতে উপস্থতি ছিলেন উপজলো নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভুইয়া, চাটখিল পৌর মেয়র ভিপি নিজাম উদ্দিন, ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজি শাহীনসহ আরো অনেকে। অ্যাকটিভ ফাউন্ডেশনের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় উপজেলার ৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তার মধ্যে যাচাই-বাছাই করে এক হাজার ৩০০ শিক্ষার্থী চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। শেষে বিজয়ী ৩০ জনের মাঝে নগদ টাকা ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যককে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই