রংপুরে ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিবারের মতো এবারও নানান কর্মসূচির মধ্যে দিয়ে জশনে জুলুস পালন করেন আহলে সুন্নাত ওয়াল জামা'আত ও মাশায়েখে তরিকত কমিটি রংপুর জেলা ও মহানগর কমিটি। রবিবার আলমনগরস্থ আফতাবিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে গিয়ে জমায়েত করেন এবং সেখানে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত আলোচনা বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামা'আত ও মাশায়েখে তরিকত রংপুর জেলার সভাপতি পীরে তরিকত শাহ্ আহমেদ ছাঈদ আত্মাদী. সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম (শফিক), সাংগঠনিক সম্পাদক মোঃ ইমাম উদ্দিন মনি, আহলে সুন্নাত ওয়াল জামা'আত ও মাশায়েখে তরিকত রংপুর মহানগর কমিটির সভাপতি সামছুন্নাহার মাদ্রাসার অধ্যক্ষ জাহিদ হোসেন ও সম্পাদক আলহাজ্ব ইকবাল হোসেনসহ বকতিয়া খানকা শরিফ, আনছারিয়া দরবার শরিফ, বকতিয়া খানকা শরিফ, মুক্তারিয়া খানকা শরিফ, সামছিয়া জালালিয়া খানকা শরিফ, গাওছিয়া খানকা শরিফ ও আশরাফিয়া খানকা শরিফের নেতৃবৃন্দ।
এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামা'আত ও মাশায়েখে তরিকত রংপুর জেলার সভাপতি পীরে তরিকত শাহ্ আহমেদ ছাঈদ আত্মাদী। দোয়া ও মোনাজাত শেষে বর্ণাঢ্য র্যালীটি পূনরায় আফতাবিয়া সুন্নিয়া মাদ্রাসায় গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/এএম