ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনার পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন প্রায় ৭৫ জন রোগীর মাঝে বিভিন্ন ধরনের ফল, কেক ও পানিসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল ১০টার দিকে উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ হাসপাতালের ওয়ার্ডে এসব খাদ্য বিতরণ করেন। এ সময় চিকিৎসাধীন সকল রোগীদের খোঁজখবর নেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়ালিদ মক্কীসহ ছাত্রলীগ নেতারা।
এ সময় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান তুহিন, পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ওয়ালিদ মক্কী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাইনুল ইসলাম সুমন ও পাথরঘাটা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাচান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই