বরিশালের উজিরপুর উপজেলার হারতা এলাকায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হযেছে। হাজার হাজার মানুষের উপস্থিতিতে রবিবার বিকেলে হারতা বাজার সংলগ্ন কঁচার শাখা নদীতে এবার অনুষ্ঠিত হয় ১৬৪তম নৌকা বাইচ। হারতা বাজার পরিচালনা কমিটি প্রতি বছর লক্ষ্মীপূজার দিন এই নৌকা বাইচের আয়োজন করে আসছে। তবে করোনার কারনে গত ২ বছর বন্ধ ছিল নৌকা বাইচ প্রতিযোগীতা।
এবারের প্রতিযোগীতায় অংশগ্রহন করে মাদারীপুর, ফরিদপুর ও গোপালগঞ্জের ৭টি সুসজ্জিত নৌকা। বিকেল ৩টায় বাইচ শুরু হয় হারতা ব্রীজের পূর্বপাশ থেকে এবং শেষ হয় ব্রীজের পশ্চিমপাশে এক কিলোমিটার দূরে গিয়ে। ঢোল-বাদ্যের তালে তালে বিভিন্ন রংয়ের ৭টি নৌকা বাইচ প্রতিযোগীতায় অংশগ্রহন করে। এভাবে ৩ বার প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেন মাদারীপুরের রাজৈরের অমল সরকার ও রবির দল। দ্বিতীয় স্থান অধিকার করেন কোটালীপাড়ার সনাতন বিশ্বাসের দল এবং তৃতীয় স্থান অধিকার করে গোপালগঞ্জের লাজরেষ্ট ফলিয়ার দল। নৌকা বাইচ উপভোগ করার জন্য নদীর দুই ধারে জমায়েত হয় হাজার হাজার মানুষের।
উৎসুক মানুষ জানান, পতি বছর এই দিনটির জন্য অপেক্ষায় থাকেন ওই এলাকার বিনোদন সুবিধা বঞ্চিত লাখো মানুষ। নৌকা বাইচ দেখতে তাদের খুবই ভালো লাগে। পরিবার-বন্ধু এবং স্বজনদের নিয়ে বাইচ উপভোগ করেন তারা।
প্রতিযোগীতা শেষে প্রথম স্থান অধিকারী দলের মাঝে একটি রেফ্রিজারেটর, ১ম রানারআপ দলের জন্য ৩৪ ইঞ্চি এলইডি টিভি এবং দ্বিতীয় রানারআপ দলকে ২৪ ইঞ্চি এলইডি টিভি উপহার দেন পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মো. শাহআলম।
এদিকে নৌকা বাইচ শান্তিপূর্ন এবং উৎসবমুখর করতে আইন শৃঙ্খলা বাহিনী এবং ফায়ার সার্ভিসকেও সচেষ্ট দেখা গেছে।
বিডি প্রতিদিন/এএ