লক্ষ্মীপুরের রামগঞ্জে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আবদুল মতিন মুন্সী নামে ৬০ বছর বয়সী এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল প্রেরণ করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বকশী বাজার এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ী চন্ডিপুর এলাকার বাসিন্দা মৃত বাদশা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় আবদুল মতিন মুন্সী রবিবার সকাল ১০টায় ঘর থেকে বের হয়ে ৪ টায় ফিরে। কিন্তু ঘটনার দিন সে বাসায় না ফিরলে পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। পরে নিজেদের দোকানে তার লাশ পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। রামগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) কার্তিক চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএ