গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় দৃষ্টি প্রতিবন্ধী এক ভিক্ষুক দম্পতির স্বামী নিহত ও তার স্ত্রী আহত হয়েছেন। গাজীপুর সিটি করপোরেশনের বাসন সড়ক এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। শনিবার জিএমপি’র বাসন থানার এস আই শফিউল আলম এ তথ্য জানিয়েছেন।
নিহতের নাম-আলমগীর হোসেন (৪২)। তিনি বগুড়ার আলমদিঘী থানার কুসুমদিয়া এলাকার আশরাফ আলীর ছেলে। আহতের নাম আমেনা বেগম (৩৮)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার এস আই শফিউল আলম জানান, গাজীপুর শহরের পশ্চিম জয়দেবপুরে আলাউদ্দিনের বাড়িতে ভাড়া বাসায় স্ত্রী আমেনা বেগমকে নিয়ে থাকতেন আলমীর হোসেন। এ দম্পতির দু’জনই দৃষ্টি প্রতিবন্ধি। তারা এলাকায় ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে তারা বাসন সড়ক এলাকার গার্মেন্টসের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাদেরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আলমগীর নিহত ও তার স্ত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার ও কাভার্ডভ্যানটি আটক করে। ময়না তদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম