শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় প্রেমিক সাহরিয়ার নাজিম জয়কে প্রেমিকার স্বামীর দেবর রাকিব সরদার মোবাইল ফোনের মাধ্যমে ডেকে নিয়ে হত্যা করেছে- এমন অভিযোগ ভুক্তভোগী পরিবারের। তাই এ ঘটনায় আদালতে মামলা হলে নিহত জয়ের লাশ ২ মাস ৮দিন পর ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাস গুপ্ত ও গোসাইরহাট থানার ওসি (তদন্ত) মো. ওবায়দুল হকের উপস্থিতিতে গোসাইরহাট পৌরসভার দাশেরজঙ্গল গ্রামের কবর থেকে পুলিশ লাশ তুলে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সাহরিয়ার নাজিম জয় (২০) শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভার দাশেরজঙ্গল গ্রামের জামাল সরদারের ছেলে। তিন ভাই এক বোনের মধ্যে তিনি বড়। জয় গোসাইরহাট সরকারি সামসুর রহমান কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
গোসাইরহাট থানার ওসি (তদন্ত) মো. ওবায়দুল হক বলেন, আমরা শুনেছি জয় মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। এ ঘটনায় ভুক্তভোগী থানায় কোন অভিযোগ করেননি। লাশ দাফনের পর আমরা জানতে পেরেছি- পরে অভিযোগ করতে বলা হয়েছে। পরে তারা আদালতে মামলা করেছেন। ওই সময় ময়নাতদন্ত হয়নি। তাই ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাস গুপ্ত বলেন, ওই সময় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা লাশের ময়নাতদন্ত করার জন্য আদালতে আবেদন করেন। আজ শরীয়তপুরের মুখ্য বিচারিক হাকিম কবর থেকে লাশ তোলার নির্দেশ দেন। তাই লাশ তুলে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি।
বিডি প্রতিদিন/এএম