আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, নৌকা স্বাধীনতার প্রতীক, উন্নয়নের প্রতীক, সমৃদ্ধির প্রতীক। বগুড়া জেলা পরিষদের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে হলে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীকে বিজয়ী করতে হবে। আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী। এ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করলে বগুড়ার উন্নয়ন আরো তরান্বিত হবে।
রবিবার বিকালে বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগ আয়েজিত নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথাগুলো বলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ডা. মকবুল হোসেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি টি জামান নিকেতা, এ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাাদুর রহমান দুলু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক, এ্যাডভোকেট তবিবর রহমান তবি, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট জাকির হোসেন নবাব, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন রহমান সীমা, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শাহ মো. আখতারুজ্জামান ডিউক, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজি জুয়েল, যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি হিরো,আওয়ামী লীগ নেতা শামস-উল-আলম জয়, জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুসহ বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধিরা।
বিডি প্রতিদিন/এএম