ফরিদপুরের চরভদ্রাসনে সদর ইউনিয়নের মৌলভীরচর বাজার থেকে কবির শেখ (৩২) নামে এক কাঠমিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। কবির একটি টিনের ঘরে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। কবির গাজিরটেক ইউনিয়নের চরসুলতানপুর দোপাডাঙ্গী গ্রামের বাসিন্দা নুরু শেখের মেঝ ছেলে।
বৃহস্পতিবার সকালে লাশটি একটি ছাপড়া ঘরে ঝুলতে দেখে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ খানকে জানান স্থানীয়রা। চেয়ারম্যান আজাদ খান চরভদ্রাসন থানা পুলিশকে খবর দিলে সকাল ৯টার দিকে মোলভীরচর বাজারের পাশে অবস্থিত ছাপড়া ঘর হতে লাশটি উদ্ধার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল হতে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক অবস্থায় আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তের পর আসল ঘটনা জানা যাবে। এ ঘটনায় কবিরের ভাই খবির বাদী হয়ে অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
বিডি প্রতিদিন/এএম