লক্ষ্মীপুরে শিক্ষানবিশ আইনজীবী দিদারুল আলম হত্যা মামলায় প্রায় এক যুগ পর গ্রেফতারকৃত দ্বিতীয় আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেয় এলাকাবাসী ও স্বজনরা। এ সময় হত্যাকাণ্ডের দ্বিতীয় আসামি গ্রেফতারকৃত হিরন ভূঁইয়াসহ অন্যান্য আসামিদের ফাঁসির দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- মামলার বাদী রেহেনা আক্তার, তার ছেলে আসিফুল হক অন্তর, মেয়ে সাদিকুন নাহারসহ স্বজন ও এলাকাবাসী।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্র জানায়, ২০১২ সালের ৩১ অক্টোবর সকালে শিক্ষানবিশ আইনজীবী দিদারুল আলম মোটরসাইকেলেযোগে লক্ষ্মীপুর শহরে রওনা হয়। পথিমধ্যে সদর উপজেলা উত্তর হামছাদি ইউনিয়নের কালিবাজার এলাকায় করে ৪০/৪৫ জনের একটি দল গতিরোধ করে ফাঁকা গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। একপর্যায়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে মৃত্যু নিশ্চিত করে তারা। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিদারকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরদিন দিদারের স্ত্রী রেহানা আক্তার বাদী হয়ে হিরনসহ ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। প্রায় এক যুগ পর বছর পর চলতি বছরের ২১ অক্টোবর নিজ বাড়ি থেকে দ্বিতীয় আসামি হিরনকে গ্রেফতার করে পুলিশ।
মানববন্ধনে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় প্রায় এক যুগ পর দ্বিতীয় আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার পরিকল্পনাতেই দিদারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিসহ অন্যান্য আসামিদের ফাঁসিসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
বিডি প্রতিদিন/এএম