সুনামগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বুধবার দুপুরে সুনামগঞ্জ পুরান বাসস্ট্যান্ড থেকে শহরে একটি শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রা নিয়ে নেতাকর্মীরা শহর প্রদক্ষিণ করে পুরাতন বাস স্টেশনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, রাতের ভোটে রাষ্ট্রক্ষমতাসীন বর্তমান সরকারকে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠাই হবে প্রতিষ্ঠাবার্ষিকীর লক্ষ্য।
এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সাধারণ সম্পাদক এডভোকেট নূরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কয়েস প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ