'শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু' এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে র্যালি করেছেন শিক্ষকরা। শিক্ষক দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে কলেজ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুবুল করীম। এতে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন, জনতা কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ খন্দকার মো. ইউসুফ প্রমুখ।
র্যালিতে বিভিন্ন কলেজ, মাধ্যমিক, কারিগরি, মাদ্রাসা এবং প্রাথমিক এর শিক্ষক-শিক্ষিকাগণ অংশ নেন। এছাড়া জেলার প্রত্যেক উপজেলায় দিবসটি পালন করা হয়।
বিডি প্রতিদিন/এএম