ময়মনসিংহের হালুয়াঘাটে গাছকাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে মনোয়ারা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ৫নং গাজিরভিটা ইউনিয়নের মহাজনীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনোয়ারা খাতুন একই ইউনিয়নের মহাজনীকান্দা গ্রামের রুস্তম আলীর স্ত্রী বলে জানা যায়।
থানা পুলিশ ও স্থানীয়রা জানান, মহাজনীকান্দা গ্রামের রুস্তম আলী আর সমেদ আলী আপন দুই ভাই। তাদের মধ্যে দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। কদিন আগে নিজ সীমার মধ্যে রোপনকৃত একটি গাছ কর্তন করেন নিহতের স্বামী রুস্তম আলী।
এই গাছ কাটাকে কেন্দ্র করেই সৃষ্টি হয় বিরোধের নতুন মাত্রা। পূর্ব বিরোধ আর আক্রোশের জের ধরে আজ সকালে সমেদ আলী তার সন্তানদের নিয়ে আক্রমণ চালায় ছোট ভাইয়ের স্ত্রীর ওপর। পরে বাড়ির অন্য সদস্যরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি দেখা দেয়ায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়।
তাৎক্ষণিক এ ঘটনার খবর পেয়ে হালুয়াঘাট থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হন। এ ঘটনায় জড়িতদের মধ্যে ভাতিজা সামেদুল ইসলামকে আটক করা হয়েছে বলে এ তথ্য নিশ্চিত করেন হালুয়াঘাট থানার ওসি (তদন্ত) মো. ইমরান আল হোসাইন।
এ ঘটনায় হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান খান জানান, ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে আটক করেছে। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এএ