নাটোরের লালপুর ডিগ্রি কলেজের ইংরেজির শিক্ষক আমিনুল ইসলামের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ওই শিক্ষার্থী লালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। প্রাইভেট পড়িয়ে অন্যান্য শিক্ষার্থীকে ছুটি দিলেও ওই শিক্ষার্থীকে ছুটি দেয়নি। একা পেয়ে তাকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করে বলে জানা গেছে। এঘটনায় শিক্ষার্থীর বাবা শিক্ষক আমিনুল ইসলামের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত শিক্ষক আমিনুল ইসলামের ফোনে যোগাযোগ করে তার ফোনের সংযোগ বন্ধ পাওয়া গেছে। এবিষয়ে ওই শিক্ষার্থীর মা বলেন, আমার মেয়ের সাথে যে ঘটনা ঘটেছে এর বিচার চাই। এবিষয়ে লালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মাজেদ বলেন, শিক্ষক আমিনুল ইসলামকে শোকজ করা হবে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা বলেন , শিক্ষার্থীর বাবা অভিযোগ দিয়েছে। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য অভিযোগটি থানায় দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএ