বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বৈশ্বিক পরিস্থিতির কথা বলে সরকার নিজেদের ব্যর্থতা, দুর্নীতি, দুঃশাসনে সৃষ্ট সর্বগ্রাসী সঙ্কট আড়াল করার ব্যর্থ চেষ্টা করছে। সর্বগ্রাসী এই মহাসঙ্কটের জন্য সরকার দায়ী। দুঃশাসনের অবসান ঘটিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে।
এমরান সালেহ প্রিন্স জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকালে ময়মনসিংহের ধোবাউড়া বিকেলে হালুয়াঘাট উপজেলা ও পৌর যুবদলের যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আয়োজিত অনুষ্ঠানে জেলা যুবদলের সহ সভাপতি আবদুল আজিজ খানের সভাপতিত্বে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য বীরমুক্তিযোদ্ধা আমজাদ আলী ,হানিফ মো: শাকের উল্লাহ, আবু হাসনাত বদরুল কবির, আবদুল হামিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল হাই, নাদিম আহম্মদ, কাজী ফরিদ আহমেদ পলাশ, মিজানুর রহমান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু প্রমুখ বক্তব্য রাখেন ।
বিডি প্রতিদিন/এএ