আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, একজন আদর্শ শিক্ষক মানুষ গড়ার কারিগর হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। পিতামাতা সন্তান জন্ম দেয়, আর একজন শিক্ষক তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলেন এবং পাশাপাশি নৈতিকতার শিক্ষা দেন।
শিক্ষক দিবস উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় ঝালকাঠি সরকারি কলেজ প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমির হোসেন আমু বলেন, সমাজে সবচেয়ে সম্মানিত পেশা হলো শিক্ষকতা। শিক্ষকরা শিক্ষার্থীদের যেভাবে শিক্ষাদান করবেন, তারা সেভাবে গড়ে ওঠে। পুঁথিগত শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষাদানও খুবই জরুরি। মানসম্মত শিক্ষাদান না করলে মেধাহীন জাতি গড়ে উঠবে। তাই প্রত্যেক শিক্ষককে আদর্শবান শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউনুস আলী। এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, ঝালকাঠি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হেমায়েত উদ্দিন ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনুল হক।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এমআই