কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনের এক স্বতন্ত্র প্রার্থীর কর্মী মো. আমজাদ শেখকে (৪৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান প্রবেশ পথ এলাকার মোমিনের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
আহত মো. আজাদ শেখ উপজেলার বি-মির্জাপুর গ্রামের মো. আবুতালেব শেখের ছেলে ও ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মোতাহার হোসেন খোকনের কর্মী। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আহত ব্যক্তির স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, আমজাদ শেখের একটি এনজিও আছে। তিনি বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান প্রবেশপথ এলাকায় এনজিওর টাকা কালেকশনে গিয়েছিলেন। এ সময় খোকসা বাসস্ট্যান্ডের দিক থেকে আসা কয়েকটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত পাঁচ থেকে ছয়জন লোক এসে দাঁড়িয়ে এলোপাতাড়িভাবে চাইনিজ কুড়াল দিয়ে কোপায়। এতে তার ডান হাতে, পিঠে ও শরীরের একাধিক স্থানে কোপ লেগে আহত হয়ে পড়েন।
এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী মো. মোতাহার হোসেন খোকন মুঠোফোনে বলেন, আমজাদ আমার আত্মীয় এবং তিনি ঘোড়া প্রতীকের কর্মী ও নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। প্রতিপক্ষের (নৌকা প্রতীকের সমর্থকরা) লোকজন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়েছে। তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি আরো বলেন, হামলাকারীদের মাথায় হেলমেট পরা ছিল। তবুও আমজাদ তাদের চিনতে পেরেছেন। এ ঘটনায় থানায় মামলা করা হবে।
এ বিষয়ে জানতে নৌকা প্রতীকের প্রার্থী বাবুল আখতারকে মুঠোফোনে কল দেওয়া হয়। কিন্তু তিনি কলটি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, কয়েকজন মোটরসাইকেলে হেলমেট পরে আমজাদ নামে একজনকে এলোপাতাড়ি কুপিয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, জেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য গত ১৩ সেপ্টেম্বর খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সদর উদ্দিন খান স্বেচ্ছায় পদত্যাগ করেন। উক্ত পদে আগামী ২ নভেম্বর ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/এমআই