নাটোরের নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল মেয়র শরিফুল ইসলাম পিয়াসকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। স্ত্রী হত্যা মামলায় বুধবার গ্রেফতারের পর বৃহস্পতিবার নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর ও সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান মুকু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শরিফুল ইসলাম পিয়াস দ্বিতীয় স্ত্রী লিপিকে আত্মহত্যায় প্ররোচনাকারী। ইতিমধ্যে তদন্তপূর্বক তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়ায় আদালত পিয়াসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ফলে বুধবার নলডাঙ্গা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
এতে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। এই অপরাধে তাকে নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সদস্য, পৌর আওয়ামী লীগের সভাপতি পদ, ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও অন্যান্য শাখা থেকে বহিষ্কার করা হয়।
নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস শুকুর বলেন, বুধবার পিয়াসকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি জানার পর তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকালে তাকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এমআই