বগুড়ার শেরপুর উপজেলায় কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করে ইউএনও সানজিদা সুলতানা বলেন, সাংবাদিকরা সমাজের উন্নয়নের জন্য কাজ করেন। সাংবাদিকরা হচ্ছেন সমাজের আয়না। আয়নায় যেমন শরীরের সৌন্দর্য অসৌন্দর্য সবই ধরা পড়ে। তেমনই সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজের প্রতিচ্ছবি ফুটে ওঠে। তাই দেশ ও জাতির কল্যাণে সবাইকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে এই উপজেলার উন্নয়নে পারস্পরিক সহযোগিতা কামনা করেন তিনি।
মতবিনিময় সভায় বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুন্সী সাইফুল বারী ডাবলু, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান, অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লব, শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষ, সাপ্তাহিক তথ্যমালা সম্পাদক সুজিত বসাক, শেরপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাহিদ আল মালেক ও আব্দুল হামিদ প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এমআই