কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতব্বরের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের মারধর, চাঁদাবাজি, বিএনপি- জামায়াতের সঙ্গে আঁতাত, নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের পরাজিত করা, চাঁদাবাজিসহ নানা অভিযোগে তাকে বহিষ্কারের দাবি তুলেছেন আওয়ামী লীগ নেতারা।
বৃহস্পতিবার কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান তারা। এসময় নেতাকর্মীরা বলেন, ‘৯০ দশকে বঙ্গবন্ধুর খুনিদের রাজনৈতিক সংগঠন ফ্রিডম পার্টির কুতুবদিয়া উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন আওরঙ্গজেব মাতাব্বর। সেই সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের নানাভাবে অত্যাচার নিপিড়ন চালান তিনি। পরবর্তীতে আওয়ামী লীগে অনুপ্রবেশ করে এখন দলীয় নেতাকর্মীদের নিধনে মাঠে নেমেছেন। তার হাতে কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতিসহ অসংখ্য নেতাকর্মী মারধরের শিকার হয়েছেন। আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যবহার করে জামাতয়াকে শক্তিশালী করতে গোপন মিশন চালিয়ে যাচ্ছেন। চাঁদাবাজির প্রধান হাতিয়ার করে তুলেছেন দলকে।’
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সদস্য শফিউল আলম কুতুবী, উপজেলা আওয়ামী লীগের সমবায় ও কৃষিবিষয়ক সম্পাদক নেতা সরওয়ার আলম চৌধুরী, শিক্ষা ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক রেজাউল করিম, লেমশীখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ