লালমনিরহাটে প্রাইভেট কার থেকে ৫২ কেজি গাঁজাসহ আনোয়ার হোসেন দুলালকে (২৯) আটক করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ। সোমবার সকালে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে একটি প্রাইভেট কারসহ একজনকে আটক করেন।
আটকৃত মোঃ আনোয়ার হোসেন দুলাল (২৯) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার করুসা ফেরুসা গ্রামের আফজাল হোসেনের ছেলে।
পুলিশ সূত্র জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদরের গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া মৌজাস্থ তিস্তা টোলপ্লাজায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫২ কেজি গাঁজা উদ্ধার এবং কারে থাকা একজনকে আটক করেন। পরে কারটি জব্দ করা করা হয়।
এ বিষয়ে লালমনিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম সত্যতা নিশ্চিত করে বলেন, গাঁজা নিয়ে প্রাইভেট কারটি কুড়িগ্রাম থেকে রংপুরে আসার পথে ৫২ কেজি গাঁজাসহ প্রাইভেট কারটিকে আটক করা হয়। এ বিষয়ে সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম