নানা কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে। আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন এই শ্লোগানে সোমবার সকালে বগুড়া ডায়াবেটিক সমিতির আয়োজনে শহরে একটি র্যালি বের হয়।
র্যালি শেষে হাসপাতালের হলরুমে বিশ্ব ডায়াবেটিস দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে।
এতে বক্তব্য রাখেন বগুড়া ডায়াবেটিক সমিতির সভাপতি এ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান বাপ্পি ভান্ডারী, চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. জাকিরুল ইসলাম, শিশু বিশেষজ্ঞ ডা. মো. আলী আশরাফ, মেডিকেল অফিসার ডা. নসরুল্লাহ কানন ও হাসপাতালের এক্সিকিউটিভ ডাইরেক্টর লে. কর্নেল (অব:) ডা. সৈয়দ আবতহী।
এসময় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ, এবিএম জহুরুল হক, যুগ্ম সম্পাদক শাহ মো. আখতারুজ্জামান ডিউক, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক একেএম ফজলুল হক রেন্টু, কোষাধ্যক্ষ একেএম শামস উদ্দিন সিদ্দিকী, নির্বাহী সদস্য মো. আব্দুল্লাহেল কাফী, মো. শরিফুজ্জামান, তোফাজ্জল হোসেন, মো. শফিকুল ইসলাম (খোকন), মো. গোলাম কিবরিয়া (বাহার), মো. আব্দুল্লাহ আল রাজী, সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডা. দিবাকর বসাক, সমিতির আজীবন সদস্যবৃন্দ, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ফার্মাসিউটিক্যালস ও সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। আলোচনা সভা সঞ্চালনা করেন হাসপাতালের নিউট্রিশন অফিসার ফারহানা সোহেনী ঐশি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন