বগুড়ার নন্দীগ্রামে পিকআপের ধাক্কায় লোপা খাতুন (৪০) নামের এক অটোভ্যান যাত্রী নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় উপজেলার আঞ্চলিক সড়কের দলগাছা মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনায় আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সোমবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সে নন্দীগ্রাম পৌরসভার মাজগ্রামের ফিরোজ আল মামুনের স্ত্রী।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, নিহত লোপা নন্দীগ্রাম থেকে অটোভ্যান যোগে তার বাবার বাড়ি উপজেলার ভাটরা গ্রামে উদ্দ্যেশ্যে রওনা হয়। ঘটনাস্থলে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানে ধাক্কা দেয়। এতে তার দুই পা ভেঙে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এএম