ফরিদপুরের বোয়ালমারীর রূপাপাতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের নাম নজর আলী বিশ্বাস (৩২)। তিনি বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের রামনগর গ্রামের রহমান বিশ্বাসের ছেলে।
সকাল ৯টার দিকে সহস্রাইল-কালিনগর সড়কের তেঁতুলিয়া বাজার সংলগ্ন থ্রি-হুইলার নসিমন উল্টে এ দুর্ঘটনা ঘটে।
থানা সূত্রে জানা যায়, সহস্রাইল থেকে রূপাপাত কালিনগর বাজারে যাওয়ার সময় নসিমন উল্টে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন নজর আলী। এ ঘটনায় লিয়ন ও তারিকুল বিশ্বাস নামে আরও দুজন আহত হন। আহতদেরকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয় বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদ রহমান।
বিডি প্রতিদিন/এএম