যানজট নিরসনের লক্ষ্যে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় রাস্তার পাশে অবৈধভাবে গড়ে ওঠা ২০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সাথে পাঁচটি মামলায় ৩ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বিকেলে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
তিনি জানান, শহরের চৌধুরী বাজার প্রবেশ পথে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। দোকানদাররা রাস্তার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করায় যানজট আরো তীব্র হচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে সেখানে অভিযান চালিয়ে ২০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং পাঁচটি মামলায় ৩ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অনেক ব্যবসায়িকে সতর্ক করে দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন হবিগঞ্জ পৌর কর্তৃপক্ষ ও সদর থানার একদল পুলিশ।
বিডি প্রতিদিন/এমআই