ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ও সদর উপজেলার নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল থেকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হওয়ার পর থেকে নিম্ন আয়ের মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে।
নির্দিষ্ট ডিলারদের মাধ্যমে পৌরসভা, সদর উপজেলা ইউনিয়নের নির্ধারিত স্থানে টিসিবির পণ্য বিক্রয়ে থাকছে ২ কেজি তেল, ২ কেজি মসুর ডাল ও ১ কেজি চিনি ভোক্তাকৃত মূল্য ৪০৫ টাকা দামে বিক্রয় হচ্ছে বলে জানান ডিলাররা।
ইতিমধ্যে চারটি স্থানে ডিলারের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন স্থানে সাত দিনের টিসিবির পণ্য বিক্রয়ের কার্যক্রম চলবে।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন বলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ও সদর উপজেলায় নির্দিষ্ট ডিলারের মাধ্যমে কার্ডধারীরা পণ্য কিনতে পারছেন। মোট ১৬ হাজার ৬১৮ জন ফ্যামিলি কার্ডধারীরা পণ্য কিনতে পারবেন।
বিডি প্রতিদিন/এমআই