কুড়িগ্রামে গত কয়েকদিন শীত পড়তে শুরু করেছে। প্রতিদিন দিন শেষে মধ্যরাত থেকে শুরু করে কুয়াশা বৃষ্টির ফোটার মত পড়তে থাকে। ভোরবেলা ঘন কুয়াশা সৃষ্টি হয়। সকাল হতে না হতেই কেটে যায় সে কুয়াশা। তবে ঠান্ডার প্রকোপ ক্রমেই বাড়ছে। এরই সাথে পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে শীতের রোগ।
ধীরে ধীরে বাড়ছে শীতের প্রকোপ আর বাড়ছে শীতজনিত নানা রোগের প্রকোপ। প্রতিদিন কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমূহ ডায়রিয়া ও শ্বাসকষ্ট রোগীর সংখ্যা বাড়ছে। শুধুমাত্র জেলার জেনারেল হাসপাতালেই প্রতিদিন বেশ কিছু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এসব শীতজনিত রোগে আক্রান্ত রোগীদের সংখ্যা বৃদ্ধ ও শিশুরা বেশি। বিশেষ করে শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বেশি । জেনারেল হাসপাতালে শয্যা সংখ্যার দ্বিগুণেরও বেশি রোগী ভর্তি হওয়ায় অনেকের ঠাঁই মিলছে হাসপাতালের মেঝেতে।
হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে, প্রতিদিন হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। তবে হাসপাতালের সীমিত জনবল নিয়ে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছেন বলে জানান।
জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: শাহিনুর রহমান সরদার শিপন জানান,শীতের ঠান্ডা শুরু হওয়ার সাথে সাথে হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে।শিশু ও বৃদ্ধরা শীতজনিত ঠান্ডা কাশি ও শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে।তিনি বলেন, রোগীর সংখ্যা দ্বিগুণেরও বেশি হওয়ায় হাসপাতালে জায়গা দেয়া বেশ দুষ্কর হয়ে পড়েছে।
বিডি প্রতিদিন/এএম