‘আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সংবাদ সম্মেলন, র্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে দিনাজপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন। সোমবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে দিনাজপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দিনাজপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল হক ছুটু লিখিত বক্তব্যে বলেন, দেশে বর্তমানে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৮৫ লাখ এবং প্রতি ৯ জনে একজন আক্রান্ত হচ্ছে। শুধু রোগীর সংখ্যা নয়, ডায়াবেটিস বৃদ্ধির হারও অনেক বেশি।
বিশ্বের উচ্চ হারে ডায়াবেটিস বাড়ছে এমন ৩টি দেশের তালিকায় চীন, ভারত ও বাংলাদেশ রয়েছে। দেশের এক সমীক্ষায় দেখা যায় প্রাপ্ত বয়স্ক প্রতি পাঁচজনের মধ্যে একজন ডায়াবেটিস আক্রান্ত এবং প্রতি ১০০ জন গর্ভবতী নারীর মধ্যে ২৬ জন গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত হয়ে পড়ছে। যে কারণে ডায়াবেটিস আক্রান্ত রোগীরা অন্যান্য জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকছেন।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য ডা. বি. কে বোস, মকসেদ আলী মঙ্গলিয়া ও মেডিকেল অফিসার ডা. মো. ফয়সাল হাবিব প্রমুখ। সংবাদ সম্মেলনের পূর্বে দিবসটি পালন উপলক্ষে শহরে র্যালি এবং প্রতিষ্ঠানে আলোচনা সভার আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/এমআই