চাঁদপুরে দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসন ও সনাক’র আয়োজনে সোমবার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই তথ্য মেলার আয়োজন করা হয়। সকাল সাড়ে ৯টায় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হেদায়েত উল্যাহ, ২৫০ শয্যার হাসপাতালের তত্ত্বাবধায়ক একেএম মাহবুবুর রহমান ও প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন প্রমুখ।
এবারের তথ্য মেলায় সরকারি-বেসরকারি সেবাদানকারী ৩০টি প্রতিষ্ঠান অংশ নেয়, যা রাত ৯টা পর্যন্ত চলবে। মেলায় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও দুর্নীতি বিরোধী কার্টুন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও স্বাস্থ্য বিভাগসহ বেশ কয়েকটি সেবাদানকারী প্রতিষ্ঠান বিনামূল্যে বিভিন্ন সেবা প্রদান করে।
বিডি প্রতিদিন/এমআই