বাগেরহাটে পুলিশি বাধা উপেক্ষা করে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম তানু ভূইয়ার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শোক সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। সোমবার বিকালে কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের নেতৃত্বে শহরের পুরাতন বাজার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এরপর পিসি কলেজ রোড হয়ে সরুই সরকারি কবর স্থানে পৌঁছে নিহত তানুর কবর জিয়ারত করেন।
শুক্রবার রাতে বাগেরহাট শহরে সন্ত্রাসীদের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা তানুর কবর জিয়ারত শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, কেন্দ্রীয় বিএনপি নেতা শেখ মো. মুজিবুর রহমান, অ্যাডভোকেট শেখ অহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন, বিএনপি নেতা শেখ শাহেদ আলী রবি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জাহিদুল ইসলাম শান্ত প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে তানুর হত্যাকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবি জানান।
বিডি প্রতিদিন/এমআই