মেহেরপুর জেনারেল হাসপাতাল এলাকা থেকে নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। সোমবার তাদের আটক করে জরিমানা আদায় করা হয়েছে। দুপুরে ভ্রাম্যমাণ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান এ আদালত পরিচালনা করেন।
তিনি জানান, বিভিন্ন জনের অভিযোগের ভিত্তিতে মেহেরপুর জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে শাহজান,আমবিয়া, জেসমিন, সানোয়ার, ফাজুরা, মেরিনার নিকট থেকে ১ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। তিনি আরো জানান, দণ্ডিতরা হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্নভাবে ফুঁসলিয়ে বিভিন্ন ক্লিনিকে নিয়ে চিকিৎসা করার ব্যবস্থা করে থাকেন। বিষয়টি প্রমাণিত হওয়ায় ১ হাজার করে জরিমানা আদায় করা হয়।
বিডি প্রতিদিন/এএম