আগামী ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২২। প্রিয়দলের জন্য একেক জন একেক ভাবে বহিঃপ্রকাশ করে থাকেন। ইতিপূর্বে কেউ বিশাল আকারের পতাকা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। কেউ আবার গালে পতাকা এঁকেছেন, অনেকে আবার সবচেয়ে উচ্চতায় পতাকা টাঙিয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। এবার মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কালই গ্রামের রুবায়েত রাসেল তার বাড়িটি আর্জেন্টিনার পতাকার আদলে রং করে তাক লাগিয়ে দিয়েছেন।
রাসেল তার নতুন ঘরটিসহ সীমানা প্রাচীর আর্জেন্টিনার পতাকার রঙয়ে রাঙিয়ে সাড়া ফেলে দিয়েছেন। দূরদূরান্তে থেকে প্রতিদিন লোকজন আসছেন ব্যতিক্রম বাড়িটি দেখতে। লোকজনের আগমনে রাসেল এবং তার স্ত্রীর মাঝে আরো উৎসাহ বেড়েছে। ইতিমধ্যে বাড়িটি আর্জেন্টিনা বাড়ি নামে পরিচিতি পেয়েছে।
সরেজমিনে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে লোকজন বাড়িটি দেখতে আসছে। ইয়াকুব ও শরিফ নামে দু’জন যুবক বলেন তারা ব্রাজিলের সমর্থক। তারা প্রায় দশমাইল দূর থেকে বাড়িটি দেখতে এসেছে। ইয়াকুব বলেন, খেলা শুরুর এখনো কয়েকদিন বাকি- দেখি আমরা কি করতে পারি।
বাড়িটির মালিক ব্যবসায়ী রুবায়েত রাসেল জানান, সে ছোটবেলা থেকেই খেলাধুলা করতেন। আর আর্জেন্টিনা তার প্রিয় দল। তার স্ত্রীও এই দলকে ভাল বাসেন। দু’জনে পরামর্শ করে আর্জেন্টিনার পতাকার রঙে বাড়ি ঘরের রং করেছেন। তারা বলেন যতদিন খেলা হবে ততোদিন উৎসাহ উদ্দীপনা নিয়ে খেলা উপভোগ করবেন।
তিনি আরও জানান, ‘আর্জেন্টিনাকে যতই ভালবাসি সবার উপর বাংলাদেশ। তাইতো বাংলাদেশের পতাকা সবার উপরে।’ তার স্ত্রী তানজিনা আক্তার ইভা বলেন, ‘প্রতিদিন লোকজন বাড়িটি দেখতে আসছে খুব ভাল লাগছে।’ হরিরামপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল বাসার সবুজ বলেন, ‘অত্যন্ত জনপ্রিয় খেলা ফুটবল। উপজেলার কালই গ্রামের রাসেল ঘরে আর্জেন্টিনার পতাকার মত রং করায় বাড়িটি এখন আর্জেন্টিনা বাড়ি নামে পরিচিত পাচ্ছে।
বিডি-প্রতিদিন/শফিক