কক্সবাজারের পেকুয়ায় বন্যহাতির আক্রমণে সায়মন মিয়া (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাতে উপজেলার টৈটং ইউনিয়নের আলীর মার ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।
সোমবার এ খবর নিশ্চিত করেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী। তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহত সায়মন ইউনিয়নের চেপ্টা মোড়া এলাকার মমতাজুল হকের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, নিজেদের ক্ষেতের পাকা ধান পাহারা দিতে বিগত কয়েক রাত ধরে সায়মন সেখানে রাত্রিযাপন করতো। রবিবার রাতে তিনি ঘুমিয়ে পড়লে বন্যহাতির একটি দল তাকে আক্রমণ করে।
পরে হাতি চলে গেলে লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতির হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/শফিক