ফেনীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে বিশেষ মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের ফায়ার স্টেশনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফেনীর উপ-সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দির।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, বিশেষ অতিথি পুলিশ সুপার জাকির হাসান, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী চেম্বার অব কমার্সের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে যোগ দিয়েছে রোবার স্কাউট, রেড ক্রিসেন্ট, বিএনসিসি, পরিবেশ ক্লাব, হাসপাতাল ও ডায়াগনস্টিকের প্রতিনিধিরাসহ সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ দপ্তরের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, যেকোনো দুর্ঘটনা রোধে ফায়ার ডিফেন্স’র গুরুত্ব রয়েছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে এই বাহিনীকে চলাচলের পথ নির্বিঘ্ন করতে হবে। দুর্ঘটনা এড়াতে বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে সচেতনতা ও অগ্নিনির্বাপণের যন্ত্রপাতি রাখাসহ প্রশিক্ষিত করে তুলতে হবে।
বিডি প্রতিদিন/এমআই