নাটোরের বড়াইগ্রামে অস্ত্র মামলায় আলতাব হোসেন ভোলনকে (৩৭) ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ স্পেশাল ট্রাইবুনাল-১ এর বিচারক শরিফ উদ্দিন এ রায় ঘোষণা করেন। কারাদন্ডপ্রাপ্ত আলতাব হোসেন বড়াইগ্রাম উপজেলার কয়েন বাজার পশ্চিম পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
২০২১ সালের ২৬ জুন বড়াইগ্রাম উপজেলার দোগাছি এলাকায় একটি মাদকবিরোধী অভিযান চালায় র্যাবের একটি অপারেশন দল। সেখানে সন্ধ্যা সাতটার দিকে অভিযান পরিচালনাকালে আলতাফ হোসেনের দেহ তল্লাশি করে একটি পিস্তল ওম্যাগাজিন উদ্ধার করে তারা। পরে তার বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় অস্ত্র এনে একটি মামলা দায়ের করা হয়।
বিডি প্রতিদিন/এএম