সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগের সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে দুই পক্ষের সংঘর্ষে দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়াসহ ৮১ জনকে আসামি করে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন দিরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কলিম উদ্দিন।
আদালতের বিচারক সাইয়েদ মাহবুবুল ইসলাম মামলাটি এজাহার হিসেবে গণ্য করে তদন্তের জন্য দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী আব্দুল আজাদ রুমান মামলা দায়ের ও আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত সোমবার দুপুরে দিরাই উপজেলা সদরের বিএডিসি মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে মঞ্চে উঠা মোশাররফ মিয়া ও প্রদীপ রায়ের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। এ সময় মঞ্চে উপস্থিত আওয়ামী সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদসহ অন্য অতিথিরা প্লাস্টিকের চেয়ারকে ঢাল বানিয়ে নেতাকর্মীদের ছোড়া ঢিল থেকে নিজেদের রক্ষার চেষ্টা করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল