দিনাজপুরে বাসে যাত্রী সেজে আনার সময় ইয়াবাসহ মাহাবুল ইসলাম ও পারুল বিবি নামে দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে এক হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরের একটি বাসে অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধারসহ তাদের আটক করা হয়।
আটককৃত মাহাবুল ইসলাম দিনাজপুরের হাকিমপুর উপজেলার নন্দীগ্রামের মকবুল হোসেনের ছেলে এবং পারুল বিবি বিরামপুর উপজেলার কাটলা হরিহারপুর গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।
কোতয়ালি থানার এসআই বাদল কুমার মন্ডল জানান, ইয়াবার একটি চালান দিনাজপুরে আসছে এ খবরের ভিত্তিতে কোতয়ালী থানার ওসি তানভীরুল ইসলামের নেতৃত্বে বগুড়া টু দিনাজপুরগামী একটি বাসে তল্লাশি চালিয় ওই দুজনকে আটকসহ এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান, আটক মাহাবুল ইসলাম সন্দেহ এড়াতে ওই নারীর সহযোগিতায় ১০০০ পিস ইয়াবা নিয়ে আসছিল।
বিডি প্রতিদিন/এএ