চাকরি সরকারীকরণসহ বিভিন্ন দাবি নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় ই.পি.আই পোর্টার/ ভ্যাকসিন বাহক কল্যাণ সমিতির জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের পুরাতন কাচারী এলাকায় সদর উপজেলা স্বাস্থ্য অফিস সভা কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) কেন্দ্রীয় কমিটি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রদোষ কান্তি দাস।
সংগঠনের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মো. শামিম মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভ্যাকসিন বাহক কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. বাবুল হোসেন তালুকদার, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি রাজিব চন্দ্র দাস, সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের জেলা শাখার সভাপতি এম. আব্দুল বাছেদ, জেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সভাপতি আরশাদুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, ভ্যাকসিন বাহকরা রোদ, বৃষ্টি, ঝড় উপেক্ষা করেই দেশকে পোলিও মুক্তকরণসহ বিভিন্ন ভ্যাকসিন বহন করে গুরুত্বপূর্ণ কাজ করে আসছে। অথচ এই ইটিআই পোর্টাররা আজও অবহেলিত অবস্থায় রয়েছে। নামমাত্র বেতন ভাতায় দীর্ঘদিন ধরে কাজ করলেও বর্তমান দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর অবস্থায় দিন অতিবাহিত করছেন। ই.পি.আই পোর্টাররা তাদের চাকরি সরকারিকরণে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও ই.পি.আই পোর্টারদের কান্নার শব্দ কেউ শুনেনা। বক্তারা তাদের চাকরি সরকারিকরণ, পরিবহন ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবি বাস্তবায়নে সরকারের সুদৃষ্টি কামনা করেন।
বিডি প্রতিদিন/হিমেল