দিনাজপুরে সপ্তাহব্যাপী বই মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে দিনাজপুর শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জেলা প্রশাসনের বাস্তবায়নে বই মেলার সমাপনীতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট জাকিয়া তাবাস্সুম জুঁই।
এসময় বই পাঠ করে এর নির্যাসে প্রকৃত জ্ঞান আহরণ সম্ভব বলে মন্তব্য করেন সংসদ সদস্য অ্যাডভোকেট জাকিয়া তাবাস্সুম জুঁই। তিনি বলেন, জগতে শিক্ষার আলো, নীতি-আদর্শ, ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-সভ্যতা, সাহিত্য-সংস্কৃতি সবই জ্ঞানের প্রতীক বইয়ের মধ্যে নিহিত। আলোকিত জীবনের অন্যতম উপকরণ হচ্ছে বই।
দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হেসেন বাবলু প্রমুখ। সপ্তাহজুড়েই দর্শক ও পাঠকদের ব্যাপক উপস্থিতি মেলা প্রাঙ্গণকে প্রাণচাঞ্চল্য করে তোলে। এবারে জেলা পর্যায়ে বই মেলায় ঠাঁই পেয়েছে একুশে বই মেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের বই।
বিডি প্রতিদিন/এমআই