‘বিদ্যুৎ ও পানির অপচয় রোধ’ স্লোগানকে ধারণ করে সিলেটের বিশ্বনাথে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা-২০২২। ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে আজ মঙ্গলবার সকাল ১১টায় পরিষদ প্রাঙ্গনে মেলার উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শতাধিক শিক্ষার্থীরা ১৫টি স্টলের মাধ্যমে বিজ্ঞান মেলায় তাদের বিভিন্ন প্রকল্প প্রদর্শন করে। ছাত্র-ছাত্রীরা তাদের দৈনন্দিন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন বিষয় বিজ্ঞান মেলার প্রকল্পে তুলে ধরে। যার মধ্যে প্রাণী এবং উদ্ভিদ বিজ্ঞানের বিভিন্ন উদ্ভাবনও অন্তর্ভুক্ত ছিল। এছাড়াও কম্পিউটার প্রযুক্তি, রসায়ন, পদার্থ এব্য জ্যোতির্বিদ্যার ধারণও তুলে ধরেন ক্ষুদে বিজ্ঞানীরা।
মেলায় সবচেয়ে দৃষ্টি নন্দন ও অলোচিত হওয়ায় প্রথম পুরস্কার লাভ করে বিশ্বনাথ সরকারি কলেজের ‘বঙ্গবন্ধুর আদর্শ গ্রাম’ প্রকল্পটি। মেলায় বিভিন্ন গ্রুফে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় বির্তক প্রতিযোগীতাও। পরে আলোচনা এক সভা অনুষ্ঠিত হয়। ইউএনওর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আবদুল হামিদের পরিচালনায় সভায় বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই অমিত সিংহ প্রমুখ। শেষে বিজয়ী গ্রুপ ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
বিডি প্রতিদিন/এএ