লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার জেলা স্টেডিয়াম মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বিকেল ৩টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ ৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
এতে সভাপতি পদে আবারো গোলাম ফারুক পিঙ্কু ও সাধারণ সম্পাদক পদে নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপির নাম ঘোষণা করা হয়। সহ-সভাপতি সফিকুল ইসলাম ও এহসানুল কবির জগলুর নাম ঘোষণা করা হয়।
এর আগে, দুপুর পৌনে ১টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বিডি প্রতিদিন/এমআই