সম্মেলনের আগেরদিন পিছিয়ে গেল নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। এ নিয়ে মোট চারবার নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন পেছাল।
আগামীকাল বুধবার নগরকান্দা পৌর শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মঙ্গলবার ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে সম্মেলন পেছানোর বিষয়টি নিশ্চিত করা হয়। ২০১৩ সালের জানুয়ারি মাসে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল